ঢাকা থেকে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ছাগলনাইয়া, ফেনী কার্যালয়ে দুই ভাবে আসা যায়। ট্রেন ও বাস উভয়ের দ্বার সহজেই এ কার্যালয়ে আসা যায়। ঢাকা থেকে ট্রেন যোগে আসতে হলে ঢাকার কমলাপুর বা বিমান বন্দর রেল স্টেশন হতে চট্টগ্রামগামী তুর্ণা, মহানগর প্রভাতী, মহানগর গোধলী সহ বিভিন্ন ট্রেনে করে প্রথমে ফেনী রেল স্টেশন নামতে হবে। ফেনী স্টেশন থেকে রিজার্ভ সিএনজি যোগে সরাসরি ছাগলনাইয়া উপজেলা পরিষদে আসতে হবে। রির্জাভ ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। এ ছাড়া লোকাল সিএনজি যোগে আসা যায়। সেক্ষেত্রে ফেনী স্টেশন থেকে সিএনজি যোগে সদর হাসপাতাল আসতে হবে এবং তারপর সদর হাসপাতাল থেকে ছাগলনাইয়ার লোকাল সিএনজি পাওয়া যাবে। ভাড়া জনপ্রতি ৩০টাকা। যদি বাস যোগে আসতে হয় তাহলে ঢাকার টিটি পাড়া বাস স্টেশন হতে স্টার লাইন পরিবহনের মাধ্যমে সরাসরি ছাগলনাইয়া বাস স্ট্যান্ড এ আসা যাবে। সেখান থেকে রিকসাযোগে সরাসরি উপজেলা পরিষদ কার্যালয়ের আসা যাবে। ঢাকা থেকে ছাগলনাইয়া পরিবহনের বাস ভাড়া ৪২০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস